বাকি অংশ: বন্দিদের ডায়াপার পড়ানো হয়েছিল

প্রথম অংশ: দুনিয়ার নরক -গুয়ান্তানামো বে

কারাগার স্থাপনের পর ২০০২ সালের ১১ জানুয়ারি বন্দী শিবিরে প্রথম ২৯ জন বন্দি নিয়ে একটি সি-১৭ বিমান আসে। এরা আফগানিস্তান থেকে প্রায় এক দিন ‍বিমানে চড়ে আসে।

ছবিতে মালাইকা অরোরা এবং ১২ বছরের ছোট অর্জুন কাপুর

দীর্ঘ এই ভ্রমণে টয়লেটের সুযোগ ছিল না। বন্দিদের ডায়াপার পড়ানো হয়েছিল। এমনকি তৃষ্ণার্ত ছিল তারা। বন্দিদের আইনগত মর্যাদা সম্পর্কেও কোন নির্দেশনাও সেসময় দেয়া হয়নি।

ছবিতে বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta)

অল্পদিনেই সেখানে আরও বন্দি নিয়ে বিমান আসতে থাকে। শুরুর দিকে ধৃতরা আল কায়েদা ও তালেবান ঘনিষ্ঠরা ছিল। এক সময় কারাগারে বন্দি সংখ্যা প্রায় ২ হাজার পর্যন্ত হয়ে যায়।

পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের রোজাগার

আটক বন্দিদের নিকট গুরুত্বপূর্ণ তথ্য থাকার সন্দেহে, মার্কিন প্রশাসন কারা কর্তৃপক্ষকে প্রবল চাপ দিত তা বের করতে। এতেই বন্দিদের অতিমাত্রায় নির্যাতন ছাড়িয়ে যেত।

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।