মিন্নিকে আইনি সহায়তা দিতে আসকের চার আইনজীবী বরগুনায়

বরগুনার আলোচিত রিফাত শরীফকে হত্যার ঘটনায় গ্রেফতার নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মিন্নি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আইনি সহায়তা পাচ্ছেন। শনিবার বিকেলে আসকের চার সদস্য মিন্নিকে আইনী সহায়তা দিতে বরগুনায় গেছেন।

মিন্নিকে আইনি সহায়তা দিতে যাওয়া চার সদস্যরা হলেন, আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র স্টাফ ল-ইয়ার অ্যাডভোকেট আবদুর রশীদ, সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবীর, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান ও তদন্তকারী হাসিবুর রহমান।

‘আগের দিন মিন্নি নয়ন বন্ডের বাড়িতে পরিকল্পনায় অংশ নেন’

এর আগে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে আইনি সহায়তা মিন্নির বাবার সঙ্গে যোগাযোগ করে।

এদিকে, রোববার আদালতে নিহতের স্ত্রী মিন্নির জামিনের আবেদনের শুনানি করবেন তার পক্ষের আইনজীবীরা।

যেভাবে গ্রেফতার হলেন মিন্নি

উল্লেখ্য, ২৬ জুন সকাল ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের গেটের সামনের রাস্তায় রিফাত শরীফকে কুপিয়ে জখম করে নয়ন বন্ড এবং তার সঙ্গীরা। সেসময় নিহতে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির তার স্বামীকে রক্ষার চেষ্টা করতে দেখা যায়। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল ৪টায় রিফাতের মৃত্যু হয়।

আয়রনম্যান আরাফাতের গল্প
বিশ্বের সংবাদদেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিফিচারবিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.