শমী কায়সারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান

অভিনেত্রী ও ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সারকে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে শমী কায়সারের দুটি মোবাইল ফোন খোয়া যাওয়াকে কেন্দ্র পরবর্তী ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে সংগঠন দুটি।

বৃহস্পতিবার সংগঠনটির পক্ষে এক বিবৃতিতে নিন্দা জানিয়ে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। তা না হলে কায়সারের সংবাদ বর্জনের কথাও ‍বিবৃতিতে বলা হয়।

এ ছাড়াও শমী কায়সারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ)।

বিশ্বের সংবাদ, দেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, বিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.

আরও পড়ুন…

তেলেগু ভাষায় মেঘলা মুক্তার দ্বিতীয় ছবি

সিনেমার গানেরও মিমি চক্রবর্তী

স্ত্রীর ঘাতককে ক্ষমা করলেন ফরিদ আহমেদ